উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ফকিরচালা এলাকায় মঙ্গলবার রাতে ছেলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে বাদী হয়ে কালিয়াকৈর থানায় বাবার বিরুদ্ধে মামলা করেছে। গ্রেফতারকৃত মিন্নত আলী ওরফে মিনু মিয়া উপজেলার ফকিরচালা এলাকার আ. জব্বারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফকিরচালা এলাকার মিন্নত আলীর ছেলে মামুন হোসেন ওরফে মাহি তার স্ত্রীকে নিয়ে টঙ্গীর মাছিমপুর এলাকায় বসবাস করেন। সেখানেই তিনি একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। বাবার দাওয়াত পেয়ে মঙ্গলবার বিকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। ওই দিনই রাত সাড়ে ৮টার দিকে পৃত্রবধূকে একা পেয়ে শ্বশুর মিন্নত আলী তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময়ে তিনি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয়। পরে রাতেই তাকে আহত অবস্থায় গাজীপুর সদর হাসপতালে ভর্তি করা হয়।
যুগান্তর
Advertisements
মন্তব্য করুন