প্রযুক্তি ও মহিলা-দুটি সম্পূর্ণ বিপরীত শব্দ। প্রথাগত এই ধারণা ভেঙে বেরিয়ে আসুন। টেক স্যাভি জেনারেশনের মহিলারাও প্রযুক্তিকে ছাড়া থাকতে পারেন না। সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সুন্দরী মহিলারা এসএমএস ও হোয়াটস অ্যাপে ফ্লার্ট করতে ভালবাসেন। একই কাজ করতে সুপুরুষরা বেছে নেন ফেসবুক। সমীক্ষা এও বলছে, ফ্লার্ট করতে মহিলাদের পছন্দ সামান্য গোপনীয়তা, সেখানে পুরুষরা রাখঢাক না রেখেই ফ্লার্ট করা পছন্দ করেন।
বেয়লর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস রবার্টের দাবি, মহিলারা এখন মোবাইল ফোন ছাড়া থাকার কথা ভাবতেই পারেন না। কারণ, তাদের পরকীয়ার যাবতীয় খোঁজখবর রয়েছে ফোনের মেসেজ বক্স ও হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টে। তুলনায় পুরুষরা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বেশি চিন্তিত।
মন্তব্য করুন