ছেলেদের প্রতি যে কারা ডেলভিঞ্জের কোনো আগ্রহ নেই তা বুঝা গেছে আগেই। তবে ঠিক কি কারনে ছেলেবন্ধু তার পছন্দ নয় তা অবশ্য জানা গেলে সম্প্রতি।কারা ডেলভিঞ্জ মনে করেন, ছেলেদের চিন্তা শুধু একটাই- সেক্স বা যৌন সম্পর্ক।
ডেইলি মিরর জানায়, কারা ডিলভিঞ্জ মনে করেন, ছেলেরা শুধু মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক করার চিন্তায় মগ্ন থাকে। তাই ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে তিনি মোটেও আগ্রহী নন এবং এটা তার কাছে ভীষণ আপত্তিকর মনে হয়।
বর্তমানে একঝাঁক মেয়ে বন্ধুর সঙ্গে চলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ২২ বছর বয়সী এই তারকা। তার বান্ধবীদের তালিকায় আছেন- রিহান্না, রিতা ওরা, সুকি ওয়াটারহাউজ, জর্জিয়া মে গ্যাজারসহ অনেক নামিদামি তারকা।
তবে আজকাল নতুন বান্ধবী র্যাপ গায়িকা নিকি মিনাজের সঙ্গেই বেশি সময় পার করতে দেখা যাচ্ছে ডেলভিঞ্জকে।
ঢাকাটাইমস
মন্তব্য করুন