সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে ব্রিটেনের এমআইসিক্স গোয়েন্দা সংস্থার নতুন প্রধানের ছবি প্রকাশ করে নিরাপত্তায় বিঘœ ডেকে এনেছেন তারই স্ত্রী। জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত স্যার জন সয়ারস ‘সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস’ (এসআইএস) প্রধানের দায়িত্ব নিতে চলেছেন নভেম্বরে। তার আগেই ফেসবুকে স্বামী, পরিবার ও বন্ধুবান্ধবদের ছবিসহ তারা কোথায় থাকেন, কোথায় অবকাশ যাপন করতে যান, তাদের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধবই বা কারা- সবকিছুর বিস্তারিত বিবরণ দিয়েছেন স্ত্রী শেলি সয়ারস। ‘ডেইলি মেইল’ পত্রিকা রোববার একথা জানিয়েছে। এতে করে বিশ্বে ২০০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর যে কেউই সব তথ্য পেয়ে যেতে পারে। তবে সংবাদপত্রে এ ঘটনার কথা জানতে পেরে ব্রিটিশ কর্তৃপক্ষ খুব দ্রুতই সব তথ্য সাইট থেকে সরিয়ে নিয়েছে। মেইল পত্রিকা বলেছে, একেবারে প্রকাশ্যে ছবি এবং বিস্তারিত বিবরণের কারণে তা বিদেশি শত্র“ এমনকি সন্ত্রাসীদের হাতেও পড়তে পারে বলে পত্রিকাটি সতর্ক করে দেয়। উল্লেখ্য, ‘এমআইসিক্স’ এর এজেন্টদের খুব কড়া গোপনীয়তা রক্ষার বিধান রয়েছে।
কাউকে বেকায়দাতেও ফেলতে পারে ফেসবুক
07
07
09
Advertisements
মন্তব্য করুন