গত বছর জুলাইয়ে হৃৎযন্ত্রে গুরুতর জটিলতা নিয়ে জন্ম নেয় আলফে অলিভার। জন্মের ১৬ দিনের মাথায় হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করেও ব্রিটেনের চিকিৎসকরা সমস্যার সমাধান করতে পারলেন না। বাবা-মাকে তারা জানিয়ে দিলেন, আলফের আয়ু বড় জোর আড়াই মাস। কিন্তু যৌন উত্তেজনাবর্ধক ওষুধ ভায়াগ্রার কল্যাণে সেই আলফে এখনও বেঁচে আছে। ক’দিন বাদে তার এক বছর পূর্ণ হবে। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।
জন্মের সময় আলফের ফুসফুসীয় শিরা ও ধমনীর বিন্যাস ছিল উল্টো। আর ধমনীটি ছিল মাত্রাতিরিক্ত সরু। অস্ত্রোপচার করে বিন্যাস ঠিক করা হলেও তার পালমোনারি হাইপারটেনশন সারাতে পারেননি চিকিৎসকরা। গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরে পরামর্শ দেন, ভায়াগ্রা আলফের রক্তচাপ বাড়াতে সাহায্য করবে। সেই পরামর্শ মেনে নিয়মিত ভায়াগ্রা সেবনের মাধ্যমে এখনও বেঁচে আছে আলফে।
বয়স কম বলে ভায়াগ্রার যৌন উত্তেজক গুণ আপাতত তার ওপর প্রভাব ফেলছে না।
ভায়াগ্রায় জীবনরক্ষা
03
07
09
Advertisements
Comments on: "ভায়াগ্রায় জীবনরক্ষা" (1)
Kun jinishta je kun somoy kaje lagbe bola jaina…..
Hiroiner kotha dhoren, ei bostu abishkarer por duniar Scientistra abge apluto hoisilo manob jatir jonno ki ekkhan upokari bostu banai felae. r ekhon dekhen ki obostha…..
Sotti dunia boro ajob!!!