ওরিয়নকে এস্ট্রোনোমাররা লাল, নীল নক্ষত্র বলে অভিহিত করেন। এস্ট্রোনোমার জি. টেসকি বলেছেন, ওরিয়ন আমাদের যে সকল উজ্জ্বল বর্ণ দেখায় তাতে এটি লাল, সাদা এবং নীল বর্ণের নক্ষত্র। আকাশে বেটেলগেজ ওরিয়নের বামে রক্তিম বর্ণ ধারণ করে, বেলাট্রিক্স ওরিয়নের ডান কাঁধে গাঢ় নীল বর্ণ ধারণ করে এবং রাইগেল ওরিয়নের ডান হাঁটুতে বর্ণহীন অবস্থায় অবস্থান করছে। টেসকি আরো বলেছিলেন যে, ওরিয়নকে পরীক্ষা করেই একজন দর্শক অনুধাবন করতে পারেন নক্ষত্রটি সাদা, নীল না লাল বর্ণের হবে। লাল বেটেলগেজের তাপমাত্রা ৫০০০ ঋ হাজার যা খালি চোখে রেকর্ড করা যায়। এ তাপমাত্রায় বিশুদ্ধ তরল লোহা ফুটে এবং বাষ্পীভূত হয়। রাইগেল বহি:স্তরের তাপমাত্রা ২২০০০ ঋ । যে রাইগেল নক্ষত্রটি যেখানে আমাদের সূর্য অবস্থিত সেই গ্যালাক্সির মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল নক্ষত্র। এটি ৫০০০০টি সূর্যের সমান কিরণ দিতে পারে। নীল বিল্লাট্রিক্স-এর তাপমাত্রা ৪৫০০০ ঋ । কিন্তু এটি সকল সাধারণ ঊষ্ণ নক্ষত্রের মত উষ্ণতা দেখায় না। ওরিয়নের মত নক্ষত্রগুলো বাইরে তাদের শক্তি নির্গমন করার নবজন্ম নক্ষত্রের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আরো নতুন নক্ষত্রের সৃষ্টি করে। এ ধরনের ১৫০০ আলোক বৎসর দূরে ওরিয়নের কর্তৃক নতুন নক্ষত্র তৈরির একটা অঞ্চল আছে যেটাকে ঙগঈও বলা হয়। এটিতে খুব শক্তিশালী নক্ষত্রের ঙ এবং ই বর্ণালীর নক্ষত্ররা অবস্থান করে যাদের একটি নাম ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে অতি বেগুনী রশ্মির একটি ক্ষেত্র আছে যা থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। আমাদের গ্যালাক্সিতে সূর্যের মত ১০০ বিলিয়ন নক্ষত্র আছে। বিজ্ঞানীরা বলেছেন, নক্ষত্রদের অধীনে ১০০ কোটি বাসযোগ্য গ্রহ থাকতে পারে। ওরিয়নের এত বেশি তাপমাত্রায় বাসযোগ্য গ্রহ থাকবে কি?
মোঃ মনসুর আলী
জুনিয়র প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
মন্তব্য করুন